জাতীয় শোক দিবসে রাঙামাটিতে বঙ্গবন্ধুর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে রাঙামাটি জেলাবাসী বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
আজ সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সরকারের পক্ষে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্তিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমানসহ রাঙামাটির বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্তিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনকের জন্ম হয়েছিল বলেই আজ বাংলাদেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে বলে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। যিনি বাংলাদেশ দিয়েছে তাকে হত্যার মাধ্যমে আমরা যে বেঈমান তার প্রমাণ দিয়েছি।
বক্তারা জাতির জনকের হত্যাকারী যারা বিদেশের মাটিতে রয়েছে তাদের ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবী জানান।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও কনটেন্ট প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অণুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নিবাহী কর্মকর্তা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দীন শিবলী, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজুর রহমানসহ পরিষদের হস্তান্তরিত বিভাগের প্রধানগণ বক্তব্য রাখেন।
সভায় রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।