রাঙামাটিতে চাঁদাবাজি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাঙামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খানকে এই এই স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম-রাঙামাটি মটর মালিক সমিতির সভাপতি শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা ট্রাক মিনি ট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য অঞ্চলে হত্যা, গুম, চাঁদাবাজী, ডাকাতি ও অপহরণ বন্ধ করার লক্ষ্যে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতা আনতে হবে।
রাঙামাটি সদর উপজেলাধীন “দেপ্পোছড়ি” সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত বিধায় উক্ত “দেপ্পোছড়ি” নামক স্থানে স্থায়ীভাবে নিরাপত্তা বাহিনীর (সেনাবাহিনীর) ক্যাম্প স্থাপন করতে হবে।
রাঙামাটি সদর মানিকছড়ি হতে ঘাগড়া যৌথ খামার এলাকা পর্যন্ত সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
রাঙামাটি সদর মানিকছড়ি হতে মহালছড়ি সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
রাঙামাটি জেলার সকল নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রাঙামাটি আসামবস্তি হতে কাপ্তাই সড়কটি পর্যটন এলাকা হওয়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এতে আরো উল্লেখ করা হয়েছে, জনদরদী মাননীয় প্রধানমন্ত্রী গত ১০/১০/২৩ ইং সন্ত্রাসীদের গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত গাড়ী ও আহত চালকের যথাপোযুক্ত ক্ষতিপূরণ প্রদানে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দানের জোর দাবী জানানো হয়।