রাঙামাটি শহরের রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় আগুণে ১০ বসতঘর পুড়ে ছাই
রাঙামাটি শহরের রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় মধ্যরাতে আগুনে ১০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ আগস্ট) মধ্যরাতে এই আগুণের সূত্রপাত হয়। তবে কি থেকে আগুণের সূত্রপাত তা তাৎক্ষনিক জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় মধ্যরাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বোঝার আগে দাও দাও করে জ্বলতে থাকে আগুণ। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর আগুণ নেভাতে ব্যস্ত হয়ে পড়ে সবাই। এ সময় একটির পর একটি বাড়িতে আগুণ ছড়িয়ে পড়ে। কিছু বোঝার আগেই সব শেষ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুণের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল বাহিনীর আসার আগেই সব নিঃশেষ হয়ে যায় কয়েকটি পরিবার।
স্থানীয় আরো জানান, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরও তারা অনেক দেরিতে আসার কারণে আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে করে একটির পর একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হাজার চেষ্টা চালানোর পরও আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না।
এদিকে, আগুণ নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রায় বাহাদুর সড়ক এলাকায় প্রথমে একটি বসতঘরে আগুন লাগার সাথে সাথে মূর্হুতে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুণ নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন।
স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিস আসতে দেরি করায় ক্ষয়ক্ষতি বেশী হয়েছে। আর ফায়ার সার্ভিস কর্মীদের দাবী, নিরাপত্তা জণিত কারণে তাদের আসতে একটি দেরি হয়ে গেছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শনের পর আগুণের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানানো যাবে।