রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৫১, ২৫ আগস্ট ২০২৪

কাপ্তাই স্পীলওয়ে দিয়ে পানি ছাড়ায়

রাইখালী-চন্দ্রঘোনা রুটে ফেরি চলাচল বন্ধ

রাইখালী-চন্দ্রঘোনা রুটে ফেরি চলাচল বন্ধ
চন্দ্রঘোনা ফেরিঘাট। রবিবার দুপুরে তোলা ছবি।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে দিয়ে পানি ছাড়ায় রাইখালী-চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাই উপজেলাধীন রাইখালী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয় পাশে অবস্থিত কর্ণফুলী নদীর উপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২টি ফেরি নদীর স্রোতের কারণে রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে বন্ধ রয়েছে। ফলে রাঙামাটি-বান্দরবান-রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে এই রুটে চলাচলকারী শত শত যাত্রী সাধারণ। বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে নদী পার হয়ে চলাচল করতে হচ্ছে তাদের। অতি প্রয়োজনীয় গাড়িগুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় আলাপকালে এই রুটে চলাচলকারী যাত্রী মো. অহিদুল ইসলাম, মো. সাহাব উদ্দিন, মো. ওমর আলীসহ অনেক চালক ও যাত্রীরা জানায়, রবিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। অনেকে জানায়, গত শনিবার সন্ধ্যা হতেই ফেরি চলাচল বন্ধ।

এ সময় চন্দ্রঘোনো ফেরিঘাটে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমার জানায়, রবিবার সকাল থেকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে দিয়ে পানি ছাড়ার ফলে পানির স্রোত বেড়ে যায়। এতে ফেরি চলাচল নিরাপদ নয়। তাই কর্তৃপক্ষের নির্দেশে রবিবার সকা়ল ৮টা হতে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তিনি বলেন, এমনিতে কর্ণফুলী নদীতে জোয়ার হলে পল্টনের সিঁড়িতে প্রচুর পানি উঠে ডুবে যায়। তখন কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়