রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১২:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৪

স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটির জনজীবন

স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটির জনজীবন

অস্থিরতা, ভয় ও আতঙ্ক কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিকে ফিরছে রাঙামাটির জনজীবন। সড়কে বেড়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট, শপিংমল। বাজারগুলোতেও বেড়েছে মানুষের উপস্থিতি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে ভিড় লক্ষ্য করা গেছে শহরের বনরূপা ও তবলছড়ি বাজার। বিক্রেতারা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, ভিড় আছে ক্রেতাদেরও।

পাহাড়ি ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ সোমবার রাত ১২টায় শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-বান্দরবান সড়কে বাস চলাচল শুরু হয়েছে। পাশাপাশি জেলা সদর থেকে ৬টি উপজেলায় নৌপথে চলাচল শুরু করেছে লঞ্চ।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, আমরা রাঙামাটিকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। রাঙামাটি এখন অনেকটাই স্বাভাবিক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির যৌথ টিমের টহল চলমান থাকবে।

এদিকে, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটক মঙ্গলবার সকাল ৮টা থেকে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

জনপ্রিয়