সোনা মসজিদ স্থলবন্দরের বুধবারের পরিসংখ্যান
ভারত থেকে এলো ৮১৫০ মে. টন পণ্য, গেল ৩ ট্রাক চটের বস্তা
সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আজ বুধবার ভারত থেকে আমদানি হয়েছে ৮ হাজার ১৫০ মেট্রিক টন পণ্য। বিপরীতে ভারতে রফতানি হয়েছে মাত্র ৩৫.২৮ মেট্রিক টন পণ্য।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
তথ্য বিশ্লেষণে আরো জানা যায়, ৮ হাজার ১৫০ মেট্রিক টন আমদানিকৃত পণ্য খালাসে ১৭০টি ট্রাক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ভারতে ৩ ট্রাক চটের বস্তা রফতানি করা হয়েছে।
আমদানিকৃত পণ্যগুলো হলো- পাথর- ৯৯টি ট্রাক (৫৬৪১ মে. টন), পেঁয়াজ- ২১টি ট্রাক (৫৯১.১ মে. টন), গুঁড়- ২৮টি ট্রাক (১১৮৯.২৬ মে. টন), কাঁচামরিচ- ০১টি ট্রাক (৩.১২৪ মে. টন), মসুর ডাল- ০১টি ট্রাক (৪২.৯৯ মে. টন), খৈল- ১০টি ট্রাক (৩৬২.৫৮ মে. টন), মাশকালাই- ০৩টি ট্রাক (৯৯.৭৫ মে. টন), মটর ডাল- ০৫টি ট্রাক (১৫৯.৮৫ মে. টন) ও খেঁসারি ডাল- ০২টি ট্রাক (৬১.৩২ মে. টন।