রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ৫ সেপ্টেম্বর ২০২৪

গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ বৈঠকে সভাপতিত্ব করেছে বাংলাদেশ

গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ বৈঠকে সভাপতিত্ব করেছে বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) বৈঠকে সভাপতিত্ব করেছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে অ্যান্টিগুয়া, বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা যোগ দেন।

গায়ানার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ভার্চুয়াল বৈঠকে ভেনেজুয়েলা ও গায়ানার মধ্যে বিদ্যমান এসেকুইবো অঞ্চলের বিরোধের অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। কমনওয়েলথ গ্রুপ আন্তর্জাতিক আইনের অধীনে বিষয়টি সমাধান করতে যথাযথ ও আইনসম্মত উপায় হিসেবে আইসিজে প্রক্রিয়ার পক্ষে তাদের দৃঢ় ও পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ এ বৈঠকে গায়ানার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। অ্যান্টিগুয়া, বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের মন্ত্রী ও প্রতিনিধিরাও গায়ানার সার্বভৌম অধিকারের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিস্তারিত আলোচনার পর কমনওয়েলথ গ্রুপ গায়ানার সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার প্রশংসা করে সমাপনী বিবৃতি জারি করতে একমত হয়।

ভার্চুয়াল বৈঠকে মন্ত্রীরা স্যার শ্রীদাথ সুরেন্দ্রনাথ রামফালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি দ্বিতীয় কমনওয়েলথ মহাসচিব ছিলেন ও সবচেয়ে দীর্ঘ সময় এ দায়িত্ব পালনকালে বৈশ্বিক নেতৃত্বদানের নজির রেখে গেছেন।

বৈঠকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ সম্পর্কে আন্তর্জাতিক বিরোধিতার সমন্বয় ঘটাতে শ্রীদাথের মুখ্য ভূমিকা, ছোট রাষ্ট্রগুলোর অধিকার আদায়ের জন্য তার দূরদর্শীতা ও দেশগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য তার অক্লান্ত প্রচেষ্টার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

যথাযথ দক্ষতার সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করার জন্য কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার প্রশংসা করেন ও তাকে ধন্যবাদ জানান।

জনপ্রিয়