রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ১ সেপ্টেম্বর ২০২৪

৩ মাস পর সুন্দরবনের প্রবেশদ্বার খুলছে আজ

৩ মাস পর সুন্দরবনের প্রবেশদ্বার খুলছে আজ

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উমুক্ত হচ্ছে সুন্দরবন। রোববার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে উন্মুক্ত হচ্ছে পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়ালরা নির্দিষ্ট নিয়ম মেনে প্রবেশ করতে পারবেন।

শনিবার (৩১ আগস্ট) সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নূরুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষা, বন্য প্রাণী এবং নদ-নদী ও খালে মাছের বিচরণ ও প্রজননের স্বার্থে প্রতিবছর তিন মাসের (জুন থেকে আগস্ট) জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এরই মধ্যে বনজীবী ও পর্যটকরা বনে প্রবেশের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন বন বিভাগের চারটি রেঞ্জের প্রতিটিতে তিন হাজার করে মোট ১২ হাজার নৌকা সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র বা বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) রয়েছে। এরই মধ্যে বেশির ভাগ বিএলসি পুনঃনবায়ন করা হয়েছে। এসব নৌকায় সাধারণত চার থেকে ছয়জন জেলে মাছ ও কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে যান।

সুন্দরবন বন বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল জানান, তাঁর আওতায় ৯০০ বিএলসি রয়েছে। এরই মধ্যে সবার বিএলসি নবায়ন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ১ সেপ্টেম্বর থেকে বনে প্রবেশের পাস (অনুমতিপত্র) দেওয়া হবে।

বনে প্রবেশের নিষেধাজ্ঞা সম্পর্কে জানতে চাইলে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন, সুন্দরবন জল-স্থলভাগ শুধু জীববৈচিত্র্যেই নয়, মৎস্য (মাছ ও চিংড়ি-কাঁকড়া-কুঁচে প্রভৃতি) সম্পদেরও আধার। এ কারণে সুন্দরবন রক্ষায় ইন্ট্রিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী, ২০১৯ সাল থেকে প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে।

জনপ্রিয়