রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ২১:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪

টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ মো. শহিদ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম উল হক এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের বাসিন্দা শহিদ দীর্ঘদিন যাবৎ মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র এনে স্থানীয় ডাকাত দলকে সরবরাহ করে আসছিলেন। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাংয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি জি-থ্রি রাইফেল, ৮ রাউন্ড তাজা গুলি, একটি দেশীয় চাপাতি।

জনপ্রিয়