রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:২০, ২৭ আগস্ট ২০২৩

বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের আলীকদম উপজেলায় ২ হাজার ৭০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার দুপুরে আলীকদম থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আলী উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কানা মেম্বারঘাট সংলগ্ন রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আলী। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

এ ব্যাপারে আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে ২টি মামলা করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়