মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
এ সময় মোট ৫ শতাধিক পাহাড়ি-বাঙালি নারী ও পুরুষ মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।