খাগড়াছড়িতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব আবাসন প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আবাসন প্রকল্প ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, নারী সংসদ বাসন্তী চাকমা, জেলা প্রশাসক মো: শহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সরকারি অর্থায়নে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পৌর শহরের শালবনের রসুলপুর এলাকায় ৫ একর জমির উপর নির্মিত করা হয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা আবাসন প্রকল্প।
এতে রয়েছে- সুপেয় পানি, বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, পুকুরসহ পর্যাপ্ত নাগরিক সুবিধা। পাহাড়ে ভূমি ধসে ক্ষতিগ্রস্ত, বিধবা, প্রতিবন্ধীসহ দুস্থ অসহায় ৬০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয় এ আবাসন প্রকল্পে। এ প্রকল্পে ব্যয় হয় ১৪ কোটি ৬০ লাখ টাকা।