খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা জোনের বিশেষ মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা জোন কতৃক জনসাধারণের মাঝে মানবিক সহায়তা, আর্থিক অনুদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে ১১টার দিকে নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ, ছয় শতাধিক অসহায় পাহাড়ী-বাঙ্গালী পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং দু’জনকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, জোন উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইনসহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শামিলাহ আজমাত (নাবিরা), বেসরকারী দত্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন (শাকিল) উপস্থিত ছিলেন।
এ সময় জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।