মাটিরাঙ্গায় পাহাড় ধস: যান চলাচল স্বাভাবিক
গত দুইদিনের টানা বর্ষণের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। এতে পাহাড় থেকে রাস্তায় মাটি পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন জানান, পাহাড় ধসের খবর পেয়ে তাৎক্ষণিক মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা থেকে মাটি সরিয়েছে। সস্পূর্ণ মাটি সরানো সম্ভব না হলেও যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শিগগিরই সম্পূর্ণ মাটি সরানো হবে বলেও জানান তিনি।