বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে বিজিবি’র খাবার ও চিকিৎসা সেবা প্রদান
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বাধীন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আয়নামতি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যাদুর্গত ৩৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান, এএমসি এর তত্ত্বাবধানে বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পুরুষ-১৬, মহিলা-৫৯ এবং শিশু-৬৭ জনসহ মোট ১৪২ জন রোগীকে জরুরি চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ আজিমুল হক উপস্থিত ছিলেন।