রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৪

সাজেক থেকে ফেরার পথে দুই পর্যটককে অপহরণ চেষ্টা, দীঘিনালায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা

সাজেক থেকে ফেরার পথে দুই পর্যটককে অপহরণ চেষ্টা, দীঘিনালায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা

সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার বোয়ালখালী এলাকায় দুই পর্যটককে অপহরণ চেষ্টার ঘটনায় দীঘিনালা থানায় অজ্ঞাত আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মামলার বিষয়টি ঢাকা পোস্টকে  নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

ওসি মো. জাকারিয়া বলেন, মামলা গ্রহণের পর প্রযুক্তির সহায়তায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে, দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করা হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুরে সাজেক থেকে ফেরার পথে ফরিদপুরের দুই পর্যটকসহ তাদের ব্যক্তিগত গাড়ি চালককে অপহরণের চেষ্টা করেন কয়েকজন দুষ্কৃতকারী। তাদের গাড়ি থেকে নামিয়ে মারধরও করা হয়। এ সময় তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন দুষ্কৃতকারীরা। পরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে তাদের ছেড়ে দিয়ে পালিয়ে যান তারা।

জনপ্রিয়