কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭৪ জন পরীক্ষার্থী

চট্টগ্রাম বোর্ডের অধীনে রবিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ৭শ’ ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
কর্ণফুলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ উদ্দীন জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৭শ’ ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শ’ ৪৪ জন এবং কর্ণফুলি সরকারি কলেজ হতে ৬শ’ ৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে, প্রথমদিন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, কাপ্তাই উপজেলার একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে। সকাল হতে বৃষ্টি হলেও এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা চলছে। কেন্দ্রের ২শ’ গজের মধ্যে আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে বলে তিনি জানান।