রাঙামাটি । মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১০ আশ্বিন ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:০৩, ১ সেপ্টেম্বর ২০২৩

সব মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের নির্দেশ

সব মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের নির্দেশ
ফাইল ছবি

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে নিজ নিজ ব্যবস্থাপনায় শহিদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে নিজ নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে এ দফতরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।