রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:০৭, ২৪ আগস্ট ২০২৪

নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে

কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমায়

কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমায়

কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার উপক্রম হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি আছে ১০৭.৪০ ফুট মীন সী লেভেল (এমএসএল)। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, পানির লেভেল ১০৮ ফুট এমএসএল হলে তাকে বিপদসীমা বলে ধরা হয়। এবং তখন হ্রদের পানি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চলে বসবাসরত অনেকের ঘরবাড়ি প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হয়, তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন বহু ঘরবাড়ি ক্ষতির সম্মূখীন হওয়ার আশংকা রয়েছে।

কাপ্তাই হ্রদ সংলগ্ন নিম্মাঞ্চল এলাকায় বসবাসরত কয়েক বাসিন্দা জানান, তাদের অনেকের ঘরবাড়িতে পানি চলে এসেছে। ঘরে পানি ডুকছে। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে। এমতাবস্থায় সকলের মাঝে আতংক বিরাজ করছে।

এছাড়া কাপ্তাই বাঁধের পানি ছাড়ার বিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের গেইটগুলো খুলে দেওয়ার আগে সংশ্লিষ্ট সকল প্রশাসনের সাথে যোগাযোগ করে সিন্ধান্ত নেওয়া হয়। এছাড়া সবসময়ই কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীকে চিঠি দিয়ে অবহিত করা হয়। এরপর তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এবারও গেইট খোলার অবস্থা তৈরি হলে তা জানিয়ে দেওয়া হবে।

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে ৫টি ইউনিটে দৈনিক ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কেন্দ্রের ৫টি ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়