রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

ডেস্ক নিউজঃ-

প্রকাশিত: ১৮:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া দিতে পারবে শিক্ষার্থীরা

সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া দিতে পারবে শিক্ষার্থীরা

সাপ্তাহিক ছুটির দিনসহ সাত দিনই সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত হাফ ভাড়া দিতে পারবেন রাজধানী ঢাকাসহ সব মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে কার্যকর হতে যাওয়া এই আদেশের শর্ত হচ্ছে- এই সময় শিক্ষার্থীদের অবশ্যই ইউনিফর্ম অথবা পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে। তবে এই হাফ ভাড়ার সুযোগ দেশের মফস্বল এলাকাগুলোর জন্য নয়।

সোমবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এই ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

তিনি বলেন, ছাত্রদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্রদের দীর্ঘ দিনের দাবি ছিল, সপ্তাহে সাত দিনই ছাত্রদের বাস ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সাত দিন ‘হাফ ভাড়া’ কার্যকর হবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়