ঈদের সিনেমা: চোখ রাঙাচ্ছে শাকিব-নিশো
ঈদের সিনেমা নিয়ে জমজমাট সিনেমাপাড়া। এবার ঈদে ১৭১টি প্রেক্ষাগৃহে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হল- প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা, ক্যাসিনো, লাল শাড়ি। এরমধ্যে ১০৭ হল দখল করে নিজের দাপট দেখিয়েছে ঢালিউড কিং শাকিব খানের প্রিয়তমা।
এর মধ্যে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ প্রেক্ষাগৃহে বেশ দাপটে চলছে। ঈদের দিন থেকে গত সোমবার (০৩ জুলাই) রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহের সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গিয়েছে। সিনেপ্লেক্সেগুলোতে টিকিট না পেয়ে ঘুরে যাবার কথাও জানিয়েছে দর্শক। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র বপনন কর্মকর্তা মেজবা উদ্দীন আহমেন বলেন, আমাদের আগ্রীম টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। দর্শক টিকিট না পেয়েও ঘুরে যাচ্ছে। বেশির ভাগ শো হাউসফুল যাচ্ছে।
যমুনা ব্লক বাস্টার সিনেমাসে দর্শকদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায় সরেজমিনে। এ প্রসঙ্গে এই প্রেক্ষাগৃহের সহকারী ম্যানেজার মাহবুব জানান, আমাদের এখানে সুড়ঙ্গ, প্রিয়তমা সব শো হাউসফুল যাচ্ছে। প্রহেলিকাও ভাল চলছে। ক্যাসিনো এবং লাল শাড়ি এভারেজ চলছে।
শ্যামলী হলে চলছে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। সরেজমিন ঘুরে দেখা যায় অগ্রীম টিকিটের জন্য দর্শকদের আনাগোনা। কেমন চলছে জানতে চাইলে এই হলের ব্যবস্থাপক মো. হাসান বলেন, ঈদের দিন বৃষ্টি ছিল তায় প্রথম শোতে অনেক দর্বাশক ছিল। আমাদের এখানে ভালো দর্শক আসতেছে। প্রথম দিন ৭০-৮০ ভাগ বুক ছিল। এরপরে প্রায় সব শো হাউসফুল ছিল। অগ্রীম টিকিটও বিক্রি হচ্ছে।
উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’ ও অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। সরেজমিনে 'প্রিয়তমা' সিনেমার দর্শকের ভীর লক্ষ্য করা গেলেও ‘লাল শাড়ি’ সিনেমার দর্শক ছিল হাতে গোনা কয়েকজন। এ প্রসঙ্গে এই থিয়েটারের কর্ণধার বলেন, আমাদের এখানে ‘প্রিয়তমা’র দর্শক বেশি ‘লাল শাড়’ সিনেমার তুলনায়। সামনে সপ্তাহ থেকে লাল শাড়ি বাদ দিয়ে সুড়ঙ্গ সিনেমাটি আমাদের এখানে চলবে।
রাজধানীর পুরান ঢাকার ‘আজাদ সিনেমা হলে’ চলছে অপু বিশ্বাস ও সাইমন সাদিক অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। সিনেমাটি কেমন চলছে জানতে চাইলে এই হলে ব্যবস্থাপক মো. আলাউদ্দীন বলেন, ঈদের দিন থেকে বৃষ্টির জন্য আমরা দর্শক পাইনি। হলের সামনে হাঁটু পানি লেগে ছিল। গতকাল( ০২ জুলাই) থেকে মানুষ আসতেছে। মোটামুটি ভাল চলছে। আমাদের উপরে নিচে মিলিয়ে ৪২০ আসন। এরমধ্যে প্রায় ২৫০+ মানুষ হয় এখন।
পুরান ঢাকার ইংলিশ রোডের 'চিত্রামহল' সিনেমা হলের সরেজমিন ঘুরে দেখা যায় শাকিব খান ও ইধিকা পাল অভিনীত 'প্রিয়তমা' সিনেমাটি দেখার জন্য মানুষের বেশ ভীর। কেমন যাচ্ছে ঈদের দিন থেকে জানতে চাইলে হলের ব্যবস্থাপক মোঃ ইউসুফ জানান, ঈদের দিন থেকে ঈদের চতুর্থ দিন পর্যন্ত।
পুরান ঢাকার নিউ গুলশান সিনেমা হলেও চলছে প্রিয়তমা সিনেমাটি। এক হাজার আসনের এই সিনেমা হলের সরেজমিন ঘুরে দেখা যায়, ডিসি ও রিয়াল মিলিয়ে ৩০০ জনের মতো দর্শক ছিল বিকেল তিনটার শো তে। অন্যদিনের দর্শক কেমন হয়েছে জানতে চাইলে এই হলের কর্ণধার মো. আমির হামজা জানান, আমাদের এখানে ভালই চলছে। আমরা সন্তুষ্ঠ এই দর্শক দিয়েই।
কেরানিগঞ্জের লায়ন্স সিনেমাসে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমাই চলছে। সরেজমিনে ঘুরে প্রিয়তমা ও সুড়ঙ্গ সিনেমার দর্শক বেশি পাওয়া যায় এই প্রেক্ষাগৃহে। এ প্রসঙ্গে জানতে চাইলে লায়ন্স সিনেমাস কতৃপক্ষ জানান, দর্শকদের চাহিদায় এগিয়ে আছে সুড়ঙ্গ তারপরে প্রিয়তমা। বাকি তিনটা সিনেমা মোটামুটি যাচ্ছে। যখন এই দুই সিনেমার টিকিট পায় না তখন প্রহেলিকা, লাল শাড়ি বা ক্যাসিনীও দেখে মানুষ।
রাজধানীর মধুমিতা সিনেমা হলের সামনে ‘প্রিয়তমা’ সিনেমার দর্শকদের ছিল উপচে পড়া ভীর। ঈদের তিন দিন দর্শক অনেক ভালো ছিল জানিয়ে মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, সিনেমা ভালো গেছে। ছবি দেখার জন্য মানুষের ভিড় বাড়ছে। আমরা সন্তুষ্ট। কারণ বাংলা সিনেমা এমন চললে আমাদের হলগুলো বাঁচবে।
সিলেটের ‘নন্দীতা’ সিনেমা হলের ম্যানেজার মোস্তফা চৌধুরী বলেন, আমাদের এখানে ‘প্রিয়তমা’ সিনেমাটি চলছে। ঈদের পর দুই দিন ভাল চলছে। এখন বৃষ্টির জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। তাই শো বন্ধ রাখা হয়েছে। আমাদের এখানে শাকিবের সিনেমা কম পছন্দ করে মানুষ।
সিলেটের গ্রাণ্ড সুলতান সিনেপ্লেক্সে চলছে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রতিটি শো হাউস্ফুল ছিল বলে জানায় এই প্রেক্ষাগৃহের অপারেশন ইনচার্জ মো. রবিন। তিনি বলেন, হাওয়া সিনেমার পর সুড়ঙ্গ সিনেমার পালে হাওয়া লেগেছে।
ঈদে মুক্তি পাওয়া বাকি সিনেমাগুলো হলো ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’। সিনেমাগুলো খুব একটা প্রতিযোগিতায় নেই বলে জানা গেছে। শো সংখ্যাও কম, দর্শকও কম। প্রিয়তমা ও সুড়ঙ্গ চলচ্চিত্র দুটি নিয়ে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন—সব জায়গাতেই টিকিট নিয়ে রীতিমতো হুড়োহুড়ি। পাওয়া যাচ্ছে না ইনস্ট্যান্ট শোর টিকিট। বেশির ভাগ মানুষই অগ্রিম টিকিট কেটে রেখেছেন। অনেক প্রেক্ষাগৃহে ব্ল্যাকে তিন গুণ দামেও বিক্রি হচ্ছে টিকিট।