রাঙামাটি । মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১০ আশ্বিন ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৫৩, ১৬ আগস্ট ২০২৩

পুলিশের ওপর হামলা

জামায়াতের ১১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামায়াতের ১১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন মডেল থানায় মামলা করেছে পুলিশ। মামলায় জামায়াতের ১১৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

পল্টন মডেল থানার ওসি সালাহউদ্দিন জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সময় আটক ১৬ নেতাকর্মীকে এ মামলায় গ্রেফতর দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, জামায়াত নেতা সাঈদীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বাদ জোহর জামায়াতের নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে তারা বায়তুল মোকাররমের উত্তর ফটকে বেরিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন। পরে তারা বঙ্গবন্ধু এভিনিউয়ের কাছে শোক দিবসে অংশ নিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে।

আটককৃত ১৬ জনসহ এ মামলায় অজ্ঞাত আরো ১০০ জামায়াত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সর্বশেষ