কানাডায় ভয়াবহ দাবানল, পালাচ্ছে হাজার হাজার মানুষ
ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। আগুন ছড়িয়ে পড়েছে ব্রিটিশ কলাম্বিয়া থেকে কুইবেক পর্যন্ত। এর মধ্যে কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজধানী ও বড় শহর ইয়েলোনাইফ সবচেয়ে ঝুঁকিতে।
সেখান থেকে শুক্রবার পর্যন্ত ২২ হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে ব্রিটিশ কলাম্বিয়া থেকেও প্রায় ২৫ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিতে কানাডার কেলোনা শহরে মধ্যরাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দাবানলের ভয়াবহতা পর্যবেক্ষণ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাসিন্দাদের সাড়া প্রদানের মনোভাবের প্রশংসা করেছেন। এবং আগুন থেকে যারা বেঁচে এসেছে তাদের সেবা করার প্রতিশ্রুতি দেন।
দেশজুড়ে এখনো প্রায় ১ হাজার ৫০টি দাবানল সক্রিয় আছে। তাই দেশটিতে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে।