রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৪, ১২ মে ২০২৪

আপডেট: ১৫:৪০, ১২ মে ২০২৪

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৭০.৬২ ভাগ, জিপিএ- ৫ পেয়েছে ৫৭ জন

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৭০.৬২ ভাগ, জিপিএ- ৫ পেয়েছে ৫৭ জন
ফাইল ছবি 

সারাদেশে একযোগে রোববার (১২ মে) প্রকাশিত হলো ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর এসএসসির ফলাফলে কাপ্তাই উপজেলায় গতবছরের তুলনায় কমেছে পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা। 

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে এবছর  কাপ্তাই উপজেলা থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ২৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে পাশ করেছে ৭শ' ২৬ জন এবং শতকরা পাশের হার ৭০ দশমিক ৬২ ভাগ।

গত বছর ২০২৩ সালে পাশের হার ছিল ৭৬ দশমিক ৫৪ ভাগ। এছাড়া এবছর ২০২৪ সালে মোট জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।  গত বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়ে ছিল ৭৫ জন।

 এদিকে, এবছর কাপ্তাই উপজেলায় অংশ নেওয়া ১৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল থেকে ৩৮ জন, কাপ্তাই বিউবো উচ্চ বিদ্যালয় হতে ১২ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, কাপ্তাই শহীদ সামদুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন এবং নারানগিরি স্কুল থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

 অপরদিকে, দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৭ দশমিক ৯০ ভাগ। এবছর উপজেলার ২টি মাদ্রাসা হতে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯৩ জন পরীক্ষার্থী। তারমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া কাপ্তাইয়ে কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৭ দশমিক ২২ ভাগ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন পাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, তার স্বাক্ষরিত বিবরণীতে কাপ্তাই উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশিত করা হয়েছে।

জনপ্রিয়