কাপ্তাইয়ে ১২ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ মামলার ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে গত মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম’র (বার) নির্দেশনায় কাপ্তাই থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই আবু তাহের, এসআই আল আমিন, এএসআই ইসমাইল হোসেন, এএসআই অর্জুন চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ঘটনারদিন ৫টি সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ৭টি বন মামলাসহ ১২টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ হান্নান, পিতা- মৃত মোঃ ইদ্রিস, সাং- আফসারের টিলা, থানা- কাপ্তাই, জেলা- রাঙামাটি কে আটক করতে সক্ষম হয়।
আটক আসামীকে বুধবার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।