রাঙামাটিতে এখন থেকে অনলাইনেই মিলবে উত্তরাধিকার সনদ

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদোগে অনলাইন উত্তরাধিকার সনদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে শুক্রবার (০৫ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন অনলাইন উত্তরাধিকার সনদ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছের হোসন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, সাংবাদিক সুনীল কান্তি দে, স্কাউট কমিশনার মোঃ নুরুল আবছারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানগণ উপস্থিত ছিলেন।