বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে বিজিবি’র আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ পরিবার এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে মারিশ্যা জোন সদরে বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া পিএসসি, আর্টিলারীর পক্ষে এসব আর্থিক সহায়তা প্রদান করেন মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানোয়ার হোসেন।
বিজিবি’র জনকল্যাণমূখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব অনুদান প্রদান বলে জানায় বিজিবি।