পাহাড়ে আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই দেশ উন্নত দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে রাঙামাটি জেলার সদর উপজেলা কুতুকছড়ি ধর্মঘর এবং নানিয়ারচর উপজেলার দ্বিচানপাড়া এলাকায় কাজু বাদাম, সূর্যমূখী, ড্রাগন, মাল্টা ও কফি সরকারের উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং চাষিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, পাহাড়ের পতিত জমিতে আদর্শ বীজতলায় তৈরি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন লেবু জাতীয় ফসল, সরিষা, ধান, ভূট্টা, পেয়াজ, আদা, হলুদ, মসলা জাতীয় ফসল উৎপাদন সম্ভব।
তিনি নানিয়ারচর উপজেলার বেতছড়ি ব্লকের দ্বীচানপাড়া গ্রামে অনাবাদী জমিতে প্রীতিমালা চাকমার কফি ও কাজুবাদাম প্রকল্প উৎপাদন পরিদর্শন শেষে কৃষি ফসল উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, পাহাড়ে কৃষিখাতের উন্নয়নে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে নানা রকম সহযোগিতা দেয়া হচ্ছে।
তিনি বলেন, কৃষিকাজ যদি লাভজনক না হয় তাহলে কৃষক চাষাবাদ করবেন না। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি কৃষি ফসল থেকে অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন।
এ সময় বক্তব্যে প্রস্তাবনায় উঠে আসে এ অঞ্চলের জন্য হিমাগার নির্মাণ, কারখানা চালু, আনারসের চিপস উৎপাদন, জ্যাম ও জ্যালি উৎপাদনসহ কৃষির উপর নতুন নতুন চিন্তাভাবনা।
মতবিনিময় সভা ও পরিদর্শনকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপি, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সংরক্ষিত মহিলা সদস্য বাসন্তি চাকমা, ড. মোঃ শাহজাহান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।