রাঙামাটির ভেদভেদী বাজারে গভীর রাতে মুদি দোকানে চুরি, চোর শনাক্ত

রাঙামাটি শহরস্থ পৌরসভার ০৬নং ওয়ার্ডস্থ ভেদভেদী বাজারে দোকানের চালা ফাঁকা করে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টার সময় ভেদভেদী বাজারের মো: শফিক মিয়ার শাওন ষ্টোর নামক দোকানে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দোকানের চালা ফাঁকা করে একজন চোর দোকানের ভিতরে প্রবেশ করে। এ সময় দোকানের ক্যাশ কাউন্টার খুলে আনুমানিক ২৫-২৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এদিকে, দোকানের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরার সংগ্রহকৃত ভিডিও দেখে চোরকে চিহ্নিত করে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, দোকানে চুরি করা যুবকের নাম চোরের নাম মোঃ মেহেদী হাসান হৃদয়। সে ভেদভেদী গ্রামের মোঃ আনোয়ার এর ছেলে।