রাঙামাটি । বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১ আশ্বিন ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:০৩, ২৩ আগস্ট ২০২৩

আপডেট: ১৮:০৪, ২৩ আগস্ট ২০২৩

রাঙামাটির বাজার থেকে উধাও ডিম

রাঙামাটির বাজার থেকে উধাও ডিম
ডিম। ফাইল ছবি 

রাঙামাটির সব বাজার থেকে হঠাৎ করে ডিম উধাও হয়ে গেছে। ডিম কিনতে গ্রাহকরা বাজারে ছুটলেও দেখা মিলছে না ডিমের।

এদিকে, এ বিষয়ে কথা বলতে নারাজ স্থানীয় প্রশাসন। 

খোঁজ নিয়ে জানা যায়, দোকানীরা ডিম বেঁচাবিক্রি বন্ধ রেখেছে। সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রিতে পোষাচ্ছেনা দাবি ডিম বিক্রেতাদের। তারা বলছে, সরকারের নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করে আমাদের পোষাচ্ছে না।

মূলত ডিমের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন গত রোববার মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে ১২ টাকার বেশী ডিম বিক্রি যাবে না বলে নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় জেলা জরিমানের করা হবে বলেও জানানো হয়। এই কারণে মঙ্গলবার থেকে শহরের পাইকারি ও খুচরা দোকানে ডিম বেঁচা বন্ধ রেখেছে দোকানীরা।

জেলা শহরের বনরুপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানে ডিম পাওয়া যাচ্ছে না। অপরদিকে, ডিমের অধিকাংশ পাইকারি দোকান রয়েছে বন্ধ, দুই একটা যাও খোলা রয়েছে সেখানেও ডিমের দেখা মেলেনি।

দোকানিদের সাথে কথা বলে জানা যায়, তারা চট্টগ্রাম থেকে ডিম কিনে এনে বিক্রয় করেন। চট্টগ্রাম থেকে রাঙামাটি ডিম আনতে সাড়ে বারো টাকা খরচ হয়। সেখানে আমরা ১২টাকা কিভাবে ডিম বিক্রয় করবো। যার কারণে আমরা ডিম আনছি না, বিক্রয় ও করছি না। আর পাইকাররা খুচরা দোকানে সরবরাহ বন্ধ রাখায় খুচরা দোকানীরা ডিম বিক্রয় করতে পারছেন না বলে জানিয়েছেন।