রাঙামাটি । বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১ আশ্বিন ১৪৩০

রাঙামাটি (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৪, ২৬ আগস্ট ২০২৩

বাঘাইছড়িতে আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

বাঘাইছড়িতে আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা ও পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সমানে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য জাফর আলী খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুলতান আহমেদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন, যুবলীগ সভাপতি শাহরিয়ার হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন এবং দেশকে বিশ্বের বুকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা শুরু করেছেন মাত্র তখনই একদল ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে ৭৫ সালের ১৫ আগস্ট স্ব পরিবারে নির্মমভাবে হত্যা করে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো তারা ভেবেছিলো বঙ্গবন্ধু নিহত মানে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা বুঝতে পারে নাই জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত ববঙ্গবন্ধু অনেক বেশী শক্তিশালী।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগের জয়ের ধারা বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সমাবেশ শেষে পৌর আওয়ামী লীগের ধর্মবিষক সম্পাদক মাওলানা মোহাম্মদ মাহামুদুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সম্পর্কিত বিষয়: