আল্লামা ফারুকী হত্যার বিচার দাবিতে সমাবেশ
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সমাবেশের আয়োজন করে রাঙামাটি জেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম বিকৃতকারীদের স্বরুপ উন্মোচন করায় উগ্রবাদীরা আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে নৃশংসভাবে হত্যা করেছিল। ফারুকী হত্যার দশ বছর পার হয়ে গেলেও চিহ্নিত অপরাধীদের বিচার আজো হয়নি। দ্রুত ফারুকী হত্যার বিচার দাবি করেন বক্তারা। জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবসেনার সভাপতি অধ্যক্ণ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাব্বির আহমেদ ওসমানী, জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খান, সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলী, পৌর যুবসেনার সাধারণ সম্পাদক তারেক আজিজ, জেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ তানজিলুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে আল্লামা ফারুকীর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ২০১৪সালের ২৭আগস্ট ঢাকায় নিজ বাসভবনে মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকীতে নৃশংসভাবে হত্যা করা হয়।