জুরাছড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

জুরাছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) উপজেলার জেলা পরিষদের বিশ্রামাগারে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর।
এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, জুরাছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার পাহাড়ে উন্নয়নের আলো ছড়িয়ে দিয়েছে। পাহাড়ে নেটওয়ার্ক চালু করে প্রযুক্তির ছোঁয়া এখন পাহাড়ের ঘরে ঘরে। আওয়ামী লীগ সরকার একটি জনবান্ধব সরকার।