রাঙামাটি । বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১ আশ্বিন ১৪৩০

রাঙামাটি (জুরাছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৮, ২৯ আগস্ট ২০২৩

আপডেট: ১৫:৩৯, ২৯ আগস্ট ২০২৩

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

জুরাছড়ি উপজেলায় সম্প্রতি তৃতীয় দফা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আমন চাষীদের বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ফটকে এসব তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহফুজ আহমেদ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হারুন রশীদ ভুইঞা, উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় কাজুবাদমের উন্নত জাতে বীজ প্রদর্শনী প্রদান করা হয়।

সম্পর্কিত বিষয়: