জুরাছড়িতে অতিবৃষ্টি, পাহাড় ধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের কিটস বিতরণ

জুরাছড়ি উপজেলায় অতি বৃষ্টি, পাহাড় ধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবার কিটস বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) ইউনিসেফের সহযোগীতায় সমাজসেবা বিভাগের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এসব তুলে দেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এ সময় অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় ক্ষতিগ্রস্ত ১শ’ শিক্ষার্থীকে কিটস বিতরণ করা হয়। কিটসের মধ্যে রয়েছে- বড় কম্বল ২টি, ছোট কম্বল ২টি, সাবান ৪টি, টুথপেস্ট ৪টি, টুথ ব্রাশ ৪টি, মশারি ৪ পিস, সোলার পাওয়ার টর্চ ১টি, গামছা ২টি, জলরোধী বহন ব্যাগ ১টি।