রাঙামাটি । বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১ আশ্বিন ১৪৩০

রাঙামাটি (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:২৩, ৩১ আগস্ট ২০২৩

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ
অবৈধ গোলকাঠ জব্দ।

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি চৌকস অভিযানে অবৈধভাবে পাচারকালে গোলকাঠ জব্দ করা হয়েছে। যার বর্তমান মূল্য প্রায় একলাখ টাকা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরবেলা বুড়িঘাট এলাকায় নৌপথে গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর এক অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে পাচারকালে নিরাপত্তা বাহিনীর অবস্থান উপস্থিত টের পেয়ে বোট ছেড়ে পালিয়ে যায় পাচারকারীসহ বোটের ড্রাইভার। এ সময় পরিত্যক্ত অবস্থায় আনুমানিক (২০০ সেফটি) ১ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির বনের গোলকাঠ উদ্ধার করে সেনাবাহিনী।

এ বিষয়ে নানিয়ারচর জোন সুদক্ষ দশের জোন কমান্ডার বিএ-৭০৭৮ লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান করা হয় এবং উদ্ধারকৃত গোলকাঠগুলো উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নিরাপত্তার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত বিষয়: