নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাঙামাটির নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর জোন সুদক্ষ দশের প্রতিনিধি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মেডিকেল অফিসার, ইউপি চেয়ারম্যানরা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সড়ক আইন মানা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা।