বিভ্রান্তি নিরসন কল্পে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পরাজিত গুটিকয়েক সদস্য বর্তমান নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে অটোরিক্সা শ্রমিক সংগঠনের ঐক্য বিনষ্টের অভিযোগ করেছেন রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও রাঙামাটি বেবি টেক্সি চালক কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ডাকা এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু এই অভিযোগ করেন।
তিনি বলেন, সমিতির একটি জায়গা ক্রয় সংক্রান্ত বিষয়ে সংগঠনের গুটিকয়েক সদস্য নানা অপপ্রচারের মাধ্যমে সংগঠনের সাধারণ সদস্যদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই বিরোধ নিরসনে শ্রম অধিদপ্তরের নির্দেশনায় আগামী ১১ সেপ্টেম্বর বিকেলে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমিতির দপ্তরে সভার আহবান করা হয়েছে।
উক্ত সভা অনুষ্ঠানের বিষয়ে সার্বিক সহোযোগিতা করে সংগঠনের ঐক্য ভাঙনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য তিনি রাঙামাটির প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শহীদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দাশ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক মোঃ ইউনুচ মজুমদারসহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।