লংগদুতে তথ্য আপার উঠান বৈঠক

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাইনীমুখ মডেল হাই স্কুলে এই উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা তথ্য কেন্দ্র।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী ফয়েজুল আজিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, স্কুলের প্রধান শিক্ষক রোফিকুন্নেছা রোজি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তার (তথ্য আপা) শুচিরা চাকমা।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, নারীদের জনশক্তিতে রূপান্তর করতে পুরুষদের পাশাপাশি তাদেরও সমান গুরুত্ব রয়েছে। তাই নারীদের শিক্ষা, সম্পদ, নেতৃত্ব, ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নে সচেতনতার বিকল্প নেই। উন্নয়নের স্বার্থে নারীকে এগিয়ে নেয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার নারীদের সচেতন করতে ২০১৬ সাল থেকে শুরু করেছে ‘তথ্য আপা’ নামের প্রকল্প চালু করেছে। প্রকল্পটি ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) হিসেবে কাজ শুরু করেছে।
তিনি আরো বলেন, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি উপজেলায় তথ্যসেবা কার্যালয় খোলা হয়েছে। এ সেবা কেন্দ্র থেকে প্রতিদিন নানা বিষয়ে তথ্য জানেন এবং সেবা নেন নারীরা। পাশাপাশি প্রতিটি গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক করেন তথ্য আপা। এসব উঠান বৈঠকে প্রশাসনের কর্মকর্তা, নারী জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে মুক্ত আলোচনার মাধ্যমে নারীদের সচেতন করার কাজ করছেন।
এ সময় স্কুলের অন্যান্য শিক্ষক, ছাত্রীরা উপস্থিত ছিলেন।