রাঙামাটি । বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১ আশ্বিন ১৪৩০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৩

কাপ্তাই বিএসপিআই’র অধ্যক্ষ আবদুল মতিন পেলেন বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড

কাপ্তাই বিএসপিআই’র অধ্যক্ষ আবদুল মতিন পেলেন বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড
বিএসপিআই’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার।

শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘বঙ্গবন্ধু স্মৃতি’ অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার।

চলতি সেপ্টেম্বর মাসে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মোজাফ্ফর হোসেন পল্টু প্রধান অতিথি উপস্থিত থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার বলেন, শিক্ষা ও সমাজ সেবায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, এর আগেও বেশকিছু অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এটা আমার একার প্রাপ্য নয়, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থী, অফিস কর্মকর্তা, কর্মচারী তথা কাপ্তাইবাসীর সকলের প্রাপ্য বলে তিনি জানান।

সম্পর্কিত বিষয়: