রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা রওশন শরীফ তানি

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা রওশন শরীফ তানি
রওশন শরীফ তানি। (ফাইল ছবি)

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এ কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন শরীফ তানি। কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি প্রতি বছর বিভিন্ন মানদণ্ড বিচার করে বিভিন্ন ক্যাটাগরিতে এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন।

এর আগে তিনি ২০১৯ সালে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, রওশন শরীফ তানি শিক্ষকতার পাশাপাশি একজন সংগীত শিল্পী হিসেবে এতদঞ্চলে বেশ জনপ্রিয়। তিনি বাংলাদেশ বেতারের রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবেও তালিকাভুক্ত। এছাড়া তিনি আবৃত্তি ও উপস্হাপনায় সমান পারদর্শী।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) রওশন শরীফ তানি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক একাডেমি, উদীচী, কাপ্তাই আবৃত্তি একাডেমিসহ অনেক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এছাড়া তিনি লোকসংগীত ও রবীন্দ্র সংগীতে জাতীয় পুরস্কার অর্জন করেছেন এবং আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়