বাঘাইছড়ি ও সাজেক সড়কে যানচলাচল স্বাভাবিক

ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বাঘাইছড়ি-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় সড়কের মাটি ধসে ৬ ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর সকাল থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
গত সোমবার রাতে সড়কের মাটি ধসে গিয়ে পাথর বোঝাই একটি ট্রাক আটকে যায়। এতে সাজেক ও বাঘাইছড়ি সড়কের দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন।
আজ সকালে সেনাবাহিনীর তৎপরতায় পাথর বোঝাই ট্রাকটি আনলোড করে সরিয়ে নেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়। যানচলাচল স্বাভাবিক হলেও সড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত মেরামত না করা হলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশংকা রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, সকাল থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে। দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কটি সেনাবাহিনীর ইসিবি দেখভাল করে। ইতোমধ্যে ইসিবির সাথে যোগাযোগ করে দ্রুত মেরামতের কথা বলা হয়েছে।