রাঙামাটি । রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

রাঙামাটি (লংগদু) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৩

লংগদুতে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

লংগদুতে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

রাঙামাটির লংগদুতে ২০০ পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে লংগদু থানা পুলিশ।

গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দীনের নির্দেশনায় এসআই রফিক, এসআই সাইদুর রহমান ও এসআই বাদশা বুলবুলসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মাইনীমুখ ইউনিয়নের হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা পাচারকালে মামুন মিয়াকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যান। তাদেরকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, আটককৃত মামুন লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের হাজাছড়া এলাকার বাসিন্দা। সেখান থেকে সে নিয়মিত ইয়াবা ব্যবসা করে থাকেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, মাদকের সাথে কোন রকম আপোষ নেই। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

সম্পর্কিত বিষয়: