রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৩:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বাঘাইছড়িতে যুবদল-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, আহত ২

বাঘাইছড়িতে যুবদল-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, আহত ২
​​​​​​​ছবি: প্রতীকী

বাঘাইছড়ি উপজেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার সময় বাঘাইছড়ি থানাধীন মধ্যমপাড়া রোডের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুমন (২৮) ও হোসেন (২৫)। এদের মধ্যে আহত দু’জনকে বাঘাইছড়ি উপজেলা হসপিটালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সমন্বয় সভা চলাকালে সাবেক পৌর যুবদলের সদস্য নুর উদ্দিন (২৮), সাবেক যুবদলের সদস্য আব্দুল মালেক (৩০) ও কাচালং সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদলের আহবায়ক নুর কবির (২২) এর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে সমাধান হয়।

পরবর্তীতে, এর জের ধরে রবিবার রাত অনুমানিক ১১টার সময় হাতে লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে নুর উদ্দিন গ্রুপের কর্মীরা তাদের উপর আক্রমণ করে। এতে অপরপক্ষের দু’জন আহত হয়।

এ ব্যাপারে বাঘাইছড়ি উপজেলা বিএনপির একাধিক নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেন নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়