নানিয়ারচরে জাতীয় যুব দিবস পালিত

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে রাঙামাটির নানিয়ারচরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, গাছের চারা ও যুবঋণের চেক বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
নানিয়ারচর উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, স্থানীয় সংবাদ কর্মী মেহেরাজ সুজনসহ বিভিন্ন যুব সংগঠকরা।
এ সময় বক্তব্য বক্তারা বলেন, সমৃদ্ধ দেশ গড়তে যুবশক্তির ভূমিকা অপরসীম। স্মার্ট যুব সমাজ একটি দেশের প্রাণশক্তি। একটি দেশের উন্নয়নের লক্ষ্য দক্ষ জনশক্তি বাড়াতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।