জুরাছড়িতে হাজারো পূণ্যার্থীদের সমাগমে কঠিন চীবর দান অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ১২৬ ফুট উচ্চতায় বুদ্ধ মূর্তি স্থাপিত সুবলং শাখা বনবিহারে ৩১তম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্হবির, প্রিয়তিষ্য মহাথের, জ্ঞানদীপ মহাথেরো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ চাকমা, জ্ঞানেন্দু চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে বুদ্ধ মূর্তিদান, সংঘদান,অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, কঠিন চীবর দানসহ নানাবিধ দান উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পূণ্যার্থীর সমাগম ঘটেছে।
এর আগে ২৪ ঘন্টার মধ্য সুতা কাটা থেকে শুরু করে তৈরীকৃত কঠিন চীবর উপস্হিত ভিক্ষু সংঘের উদ্দেশ্য হস্তান্তর করা হয়।
এ সময় ধর্মীয় গুরুরা বুদ্ধের উপদেশ ও মনচিত্তকে পরিস্কার-পরিচ্ছন্ন রেখে দানকার্য সম্পাদন করলে ইহকাল-পরকালে মঙ্গল ও সুখ আসবে। পাশাপাশি প্রাণী হত্যা থেকে বিরত, মিথ্যা কথা না বলা ও কৌশল কর্মের মাধ্যমে তৃঞ্চা ও দুঃখ থেকে মুক্তিলাভ সম্ভব বলে হিতোপোদেশ দেন।