শুকনাছড়ি বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

জুরাছড়ি উপজেলার শুকনাছড়ি বেনুবন বৌদ্ধ বিহারে ৩৪তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ নভেম্বর) সকালে জাতীয় ও বৌদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রথম পর্বে সংঘদান, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ২টায় কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা মাধ্যমে মঞ্চে আনায়নের মাধ্যমে বিকালের অনুষ্ঠান সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রথমার্ধে উদ্বোধনী সংগীত পরিবেশন ও পঞ্চশীল গ্রহণ এবং কঠিন চীবর ও কল্পতরু দান সম্পাদন করা হয়।
সকালের পর্বে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা, বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
বিকালে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যানের সহধর্মিণী রিপা চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোরঞ্জন চাকমা।
এ সময় ধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি আনন্দ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা নন্দ মহাথের, মৈত্রী বিহারের অধ্যক্ষ পূন্য জ্যোতি মহাথের, শ্রদ্ধা লংকার মহাথের, প্রজ্ঞা জ্যোতি মহাথের ভিক্ষু।