নানিয়ারচরে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটির নানিয়ারচরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক নেতারা।
এ সময় নবাগত ইউএনও উপজেলার প্রভূত উন্নয়ন অগ্রগতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকগণ উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, নানিয়ারচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাঙামাটির নানিয়ারচর প্রতিনিধি মেহেদী ইমাম, দপ্তর সম্পাদক ও পাহাড়ের সময় নানিয়ারচর প্রতিনিধি তুফান চাকমা, সদস্য ও আজকের পত্রিকার নানিয়ারচর প্রতিনিধি মেহেরাজ সুজন।