রাঙামাটি । রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

রাঙামাটি (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৯, ৮ নভেম্বর ২০২৩

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতাঃ নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতাঃ নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত

রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ই মার্চ ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে বাঘাইহাট হতে বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ঘটনস্থালে ৭ ও চিকিৎসাধীন অবস্থায় ১ জনসহ ৮ জন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ৩৩ জন মানুষ।

দীর্ঘদিন ধরে নিহত ও আহতদের পরিবারের দাবীর মুখে বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও নির্বাহী অফিসার রুমানা আক্তারের উদ্যোগে স্মৃতিস্তম্ভ টি নির্মিত হয়।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, আপন চাকমা, বিল্টু চাকমা, নির্বাচন অফিসার চৈতালী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।

সম্পর্কিত বিষয়: