রাঙামাটি । শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ , ২৪ অগ্রাহায়ণ ১৪৩০

রাঙামাটি (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪২, ১৪ নভেম্বর ২০২৩

আপডেট: ১৫:৪৮, ১৪ নভেম্বর ২০২৩

নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি দীপংকর

নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি দীপংকর

রাঙামাটির নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলার ২৯৯নং আসনের এমপি দীপংকর তালুকদার।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নানিয়ারচরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি কর্তৃক উপজেলা পরিষদের মিলয়াতন ও সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের বিভিন্ন ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা প্রমুখ।

সম্পর্কিত বিষয়: