নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি দীপংকর

রাঙামাটির নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলার ২৯৯নং আসনের এমপি দীপংকর তালুকদার।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নানিয়ারচরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি কর্তৃক উপজেলা পরিষদের মিলয়াতন ও সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের বিভিন্ন ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা প্রমুখ।